রাশিয়া ইউক্রেনের কৃষ্ণ সাগরের সমুদ্র বন্দরগুলো আটকে রাখার কারণে শস্য রপ্তানি থমকে আছে।
এরই অংশ হিসেবে বেলারুশের ওপর দিয়ে এনে সেই সব শস্য বাল্টিক সাগরের বন্দরগুলোতে পাঠানোর প্রস্তাব দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এ ব্যাপারে তিনি কথা বলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে।
বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, তারা এ প্রস্তাবে রাজি হবেন। তবে এজন্য বেলারুশের সঙ্গে কিছু আপোষ করতে হবে।
সেটি হলো, বাল্টিক অঞ্চলের বন্দরগুলোর মাধ্যমে বেলারুশের উৎপাদিত পটাশ রপ্তানি করার সুযোগ দিতে হবে।
পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে বাল্টিক সমুদ্র বন্দরগুলো দিয়ে বেলারুশ তাদের পটাশ রপ্তানি করতে পারছে না। ২০২১ সাল থেকেই পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বেলারুশের গণমাধ্যম বেল্টা জানিয়েছে এসব তথ্য।
প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বরাত দিয়ে গণমাধ্যম বেল্টা জানিয়েছে, লুকাশেঙ্কো বলেছেন, সবাই এখন রশদ (সহায়তা) চাচ্ছে। ঠিক আছে আমরা কথা বলতে পারি। আমরা কিছু মনে করি না। বেলারুশের মাধ্যমে এগুলো (শস্য) নিয়ে আসুন। তবে অবশ্যই সেখানে আপোষ থাকতে হবে।
তিনি আরও বলেন, শস্য ও সার রপ্তানি বিঘ্ন হওয়ার কারণ হলো, ‘সেসব নীতি যেগুলো পশ্চিমা ও উন্নত দেশ গুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র আজ আরোপ করছে’।
এদিকে এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুশিয়ারি দিয়ে বলেন, শস্য রপ্তানি করার বিষয়টি সহজ হবে না কারণ সবকিছু প্রত্যেকটির সঙ্গে জড়িত যেটি আলোচনার বিষয়টি জটিল করে দিচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান