ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার মানববন্ধন
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের দাবিতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি মো. শামীম উদ্দীন।
এছাড়া বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি জসিম উদ্দীন সরকার ও নগর সেক্রেটারি ইমরান নাজির।
মানববন্ধনটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ডা. শাখওয়াত হোসেন।
বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।